Dhaka College Accounting Alumni Association | FOUNDER & CHIEF ADVISER PROLOGUE

team-img

ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঢাকা কলেজ দেশের শিক্ষাঙ্গনের একটি অতি সুপরিচিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আর ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগ, সেই সুনামের ধারক ও বাহক হিসাবে সুপরিচিত একটি নাম। এ বিভাগ থেকে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করে শত শত ছাত্র দেশ-বিদেশে বিভিন্ন শ্রেনী পেশায় নিয়োজিত থেকে নিজ নিজ অবস্থানে অত্যন্ত সুনাম ও দক্ষতার পরিচয় দিয়ে আসছে। তারা সকলেই আমাদের অহংকার। অত্যন্ত সৌভাগ্য ও অনাবিল আনন্দের বিষয় যে আমার শিক্ষকতা জীবনের প্রায় অর্ধেকটা সময় জুড়েই ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। দীর্ঘ সময় ধরে হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার সুবাধে প্রায় ২৫-৩০ টি ব্যাচের ছাত্রদের সাথে আমার ব্যাক্তিগত সুসম্পর্ক গড়ে উঠেছে। সেই সুবাধে আমার কাছে মনে হয়েছে, শিক্ষা জীবন শেষেও ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-শিক্ষকদের ভাবের আদান প্রদান, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সহযোগিতা গড়ে তোলার জন্য একটা এলামনাই গড়ে তোলা প্রয়োজন। আমার সেই মনোবাসনা আমি আমার কয়েকজন প্রিয় ছাত্র ও সহকর্মীর সাথে শেয়ার করি। সকলেই সানন্দে আমার প্রস্তাব গ্রহন করে এবং এসোসিয়েশন গঠনে আমাকে সর্বাত্মক সহযোগিতা করে। তারই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ০৮ই অক্টোবর আত্মপ্রকাশ করে "ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশন"। হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র-শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার এক উজ্জ্বল সংগঠন হিসাবে ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশন এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এখনও স্বমহিমায় বিদ্যমান। মাঝখানে ৮/১০ বছর দুর্বল নের্তৃত্বের কারনে সংগঠনটি কিছুটা ঝিমিয়ে পড়লেও বর্তমান কার্যকরী কমিটির বলিষ্ঠ নের্তৃত্ব মৃতপ্রায় সংগঠনটিতে নতুন প্রাণের সংঞ্চার করেছে। বিশেষ করে বর্তমান কমিটির এ,এন,এম নঈমুল হক রাসেল এর (মাস্টার্স ১৯৯৬ ব্যাচ) বলিষ্ঠ কিছু পদক্ষেপের কারনে ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের লক্ষাধিক টাকাসহ প্রায় বাজেয়াপ্তকৃত ব্যাংক হিসাব অবমুক্ত হয়, যুগোপযোগী ভাবে সকল সদস্যদের ডাটাবেইজসহ ওয়েব সাইটকরন, সত্যিই প্রশংসার দাবীদার। ওয়েবসাইটটি খুবই আধুনিক ও সুন্দর ভাবে বিন্যাশ করা হয়েছে। সদস্যদের ক্যাটাগরি ওয়াইজ ছবিসহ তথ্য, সদস্য নম্বর, সেল্প রেজিস্ট্রেশান ইত্যাদি খুবই চমৎকার। এই ওয়েবসাইটের কারনে সকলের যোগাযোগের একটা নতুন দিগন্ত উম্মোচিত হইল। বর্তমান কার্যকরী কমিটি অতীতের সকল কমিটি থেকে তথ্য প্রযুক্তিসহ সব বিষয়ে গোছানো এবং বলিষ্ঠ বলে আমি মনে করি। আমি ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটিকে অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাতে চাই বিগত দিন গুলোতে যারা নের্তৃত্ব দিয়ে এবং এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থেকে এসোসিয়েশনকে পুর্ণতা দান করেছে। আমি ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। তারিখ ০১-০২-২০২৪ইং।

শুভেচ্ছান্তে
প্রফেসর মাহফুজুর রহমান
প্রাক্তন বিভাগীয় প্রধান
হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ
ও
ফাউন্ডার ও প্রধান উপদেষ্টা 
ঢাকা কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশ
facts-img

0

Total Members

facts-img

0

General Members

facts-img

0

Life Members

facts-img

0

Honarary Members

facts-img

0

Donor Members